বায়োকেমিক ঔষধ এবং মেটিরিয়া মেডিকা
ক্যালকেরিয়া ফ্লোরিকা (Calcarea Fluorica) :
অন্য নাম :- ক্যালসি ফ্লোরিডাম, ক্যালসিয়াম ফ্লোরাইড, ক্যালকেরিয়া ফ্লোরেটা।
সাধারণ নাম :- ফ্লোরস্নার, ফ্লোরাই ও অফ লাইম।
রাসায়নিক গুন :- ফরমূ লা Caf2, আপেক্ষিক গুরুত্ব 3.4, ইহাতে 58.2।
ভাগ চুনের অংশ আছে। ইহা সাধারণত খনিজ ফ্লোর সংগে পাওয়া যায়। ইহা দেখতে নানা বর্ণের এবং নানা আকারের হয়। এই পদার্থ দেখতে সুন্দর উজ্জ্বল
এবং চকচকে। ইহা জলে গলে না। সালফিউরিক এসিডে ইহা বিনষ্ট হয় এই
জন্য ইহা হাইড্রোক্লোরিক এসিডের সংগে সম্পৃক্ত।
প্রস্তুতি :- বিশুদ্ধ ফ্লোরস্নার চূর্ণ প্রস্তুত । হোমিওপ্যাথিক চুর্ণণ প্রথানুসারে
খলে পিষে ঔষধরূপে ব্যবহৃত হয়।
ফিজিও ক্যামিক্যাল তত্ত্ব :- ভাগ চুনের অংশ আছে। ইহা সাধারণত খনিজ ফ্লোর সংগে পাওয়া যায়। ইহা দেখতে নানা বর্ণের এবং নানা আকারের হয়। এই পদার্থ দেখতে সুন্দর উজ্জ্বল
এবং চকচকে। ইহা জলে গলে না। সালফিউরিক এসিডে ইহা বিনষ্ট হয় এই জন্য ইহা হাইড্রোক্লোরিক এসিডের সংগে সম্পৃক্ত।
প্রস্তুতি :- বিশুদ্ধ ফ্লোরস্নার চূর্ণ প্রস্তুত । হোমিওপ্যাথিক চুর্ণণ প্রথানুসারে খলে পিষে ঔষধরূপে ব্যবহৃত হয়।
ফিজিও ক্যামিক্যাল তত্ত্ব :- ক্যালসিয়াম ফ্লোরাইড দাঁত এবং হাড়ের বহিরাবরনে দেখা যায়। ইহা মাংস পেশীর স্থিতি স্থাপক সুত্রে, সর্বপ্রকার টিসু এবং রক্তবহা নাড়ী প্রাচীরের ভিতর পাওয়া যায়। শরীরস্থ শিরা, উপশিরা,
ধমনী প্রাচীরের রক্তবহা নাড়ী প্রাচীরের ভিতর পাওয়া যায়। শরীরস্থ শিরা,উপশিরা, ধমনী প্রাচীরের রক্তবহা প্রনালীর বা কোন তন্তু সমুহে ফ্লোরাইড অফ লাইমের অভাব হলে শিরা ও ধমনী ফুলে ওঠে অর্শ হয়। ধমনীর অর্বুদ ও শিরা
স্ফীত প্রভৃতি ব্যাধির সৃষ্টি হয়। কোন কোন জায়গা ফুলে পাথরের মত শক্ত হয়। হাড়ের প্রাচীর স্ফীত হয়ে ইটের ন্যায় শক্ত আকার ধারণ করে। যদি শরীরের কোন অংশে ক্যালকেরিয়া ফ্রোরিকার অভাব দেখা দেয় তবে সংশ্লিষ্ট
স্থানের টিসু বা তন্তুর সংকোচন ক্রিয়া নষ্ট হয় এবং ইহার ফলে জরায়ু হতে রক্তস্রাব, জরায়ু চ্যুতি, দাঁতের শিথিলতা, পেটের শিথিলতা, ভেরিকোস ভেইন এবং রক্তবহা নাড়ীর ক্রিয়ার অভাব ঘটে। ইহার অভাবেই শিরাদি স্ফীত হলে